মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। আট বছর ধরে ইউটিউবে এটি ছিল সর্বাধিক ভিউপ্রাপ্ত নাটক, যার মোট ভিউ ছিল ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার।
অন্যদিকে, মহিন খান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ মুক্তি পায় ২০২৪ সালের ৯ এপ্রিল। ১১ মাসে নাটকটি পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ভিউ, যা ভেঙে দিয়েছে বড় ছেলে’র রেকর্ড।
বড় ছেলে নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার বাস্তবতাভিত্তিক প্রেমের গল্প তুলে ধরা হয়। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া রাশেদের জীবনসংগ্রাম ও নিস্ফল প্রেম এই নাটকটিকে এনে দেয় ভিন্নমাত্রা।
অন্যদিকে, শ্বশুর বাড়িতে ঈদ নাটকে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে আসা জামাইকে কেন্দ্র করে কমেডি ঘরানার নানা ঘটনার আবর্তন দেখা যায়। কিপটে শ্বশুর, ঈদের খরচ ও সামাজিক বার্তা—সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা।
নাটকের পরিচালক মহিন খান বলেন, ‘নাটকটিতে ঈদের আনন্দের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়েছে হালকা-ফুলকা হাস্যরসের মাধ্যমে। দর্শক সেটাই পছন্দ করেছেন।’
শ্বশুর বাড়িতে ঈদ-এ নিলয়ের সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, তারিক আনাম খান, সাবেরি আলমসহ আরও অনেকে।
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 Comments