আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন, আমি বাড়ি যাব। আদিব ভাই,,,,, আমি আপনার কিহ ক্ষ*তি করেছি ।
মেয়েটির কোনো কথাই যেন আদিব কান অব্দি যাচ্ছে না। আদিব মেয়েটির কমোরে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসল।মেয়েটির কান্না ভেজা চোঁখ, কান্নার ফলে বার বার টানা নাক, কেপে ওঠা গোলাপি ঠোঁট, ঘামন্ত মুখ যেন না চাইতেও আদিবকে টানছিল।
আদিব আজ অতিরিক্তই ড্রিনক্স করে ফেলেছে। তারই মধ্যে তার মনরাজ্জের রানিটা চলে এসেছে। আদিব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, কিন্তু পারল না। আদিব মায়রার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। মায়রাকে কাছে টেনে নিল। কিন্তু মায়রা আদিবের কাছ থেকে বাচাঁর জন্য ছৎফট করতে লাগল । নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আদিবকে দূরে সরানোর চেষ্টা করতে লাগলো। যখন কোন উপায়ই
আর পেল না তখন আদিবের ঠোঁটে কামর দিল। কিন্তু এতেও কোন
কাজ হল না।বরং আদিব আরও উত্তেজিত হয়ে উঠল। মায়রার আর কিছুই করার থাকল না।
আদিব ঘুমাচ্ছে, আর মায়রা কাঁদছে। সকাল হতেই মায়রা নিজের জামাকাপর ঠিক করে বেরিয়ে গেল।
আদিব ঘুম থেকে উঠল সকাল 11 টার দিকে। ঘুম থেকে উঠেই তার কেমন যেন মাথাটা ভারি ভারি লাগছিল। তার পর সে নিজেকে দেখে
চমকে উঠে। আমার এই অবস্থা কেন। আদিব এর সব কথা মনে পরে গেল।
আদিব: অহ গট,,, আমি এটা কিহ করে ফেললাম।আমি মায়রাকে,,,,,,
পরিচয় এহ আসা যাক, আদিব আর মায়রা সম্পর্কে খালাতো ভাই বোন। তাদের বাড়ির দুরত্ব কাছাকাছিই।আদিব তার বাবা মা'র বড় ছেলে।মায়রা তার বাবা মায়ের 2য় সন্তান।
মায়রা বাড়িতে গিয়ে আগে সাওয়ার এহ ডুকল। মায়রা হাওমাও করে করে কাদতে লাগল। কেন আদিব ভাই কেন, কেন তুমি আমার এত বড়
ক্ষতি করলে।এখন আমি কিহ করে বাচঁবো কলং কিনী পরিচয়ে। তুমাকে আমি কখনও ক্ষমা করবো না কখনও না।
সাইমা (মায়রার মা)ঃ মায়রা দরজা খোল, দরজা খোল মা কখন আসলি মা তুই না কাল রাতে বললি তুই থাকবি আজ খালাবাড়ি, তুই তহ আসতেই চাস না আর তুই এত সকালেই চলে এসেছিস তর খালামনিকে না জানিয়ে। দরজা খোল মা,,,,,,,
মায়রা দরজা খুলেই তার মাকে জড়িয়ে দরল। মায়রার মা মেয়ের কান্ডে চমকে উঠল। কিহ হয়েছে এমন করছিস কেন।কেউ কিছু বলেছে বল মাকে।আর তুই এভাবে কাদছিস কেন।মায়রা কিছুই বলল না তার মাকে ভয়ে লজ্জাই।
আসলে মা তুমার কথা খুব মনে পরছিল তাই চলে এসেছি। (মায়রা)
মায়রার মা মায়রাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল।মায়রাও ঘুমিয়ে পরল।
বিকেলে মায়রা দাঁড়িয়ে আছে তার রুম এর বারান্দায়। হঠাৎ কেউ তার রুম এ এসে তড়িগড়ি করে দরজা আটঁকিয়ে দিল।
মায়রা পিছনে ঘুরতেই দেখে আদিব। মায়রা ভয়ে পিছতে থাকে। না আমার কাছে আসবে না আসবে না আমার কাছে।
আদিব মায়রার কথা শুনলনা মায়রাকে জড়িয়ে দরল।মায়রা ছোটার
চেষ্টা করছে।মায়রা অতিরিক্ত ক্ষোভ এ গা"লি দিচ্ছে আদিব কে।জা*নোয়ার,কু*ত্তা, শ*য়*তান ছাড় আমাকে নাহয় আমি চিৎকার করব।
আদিব মায়রাকে এক পরজায়ে ছেড়ে দিল।শুন মায়রা আমার ভুল হয়ে গেছে আমায় মাফ করে দে। আমি তকে বিয়ে করতেউ রাজি।মায়রার হাত ধরতে গেলে মায়রা হাত ছড়িয়ে দিল।
তর মত এমন নিচু সবাব এর ছেলেকে আমি বিয়ে করব কখনও না। প্রয়োজনে ম*রে যাব,তাও তকে বিয়ে করব না।(মায়রা)
আদিব পিছিয়ে গেল।না মায়রা বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি।
ঘৃ*ণা করি আমি তুমাই ঘৃ*ণা করি আমার সামনে আর কখনও আসবে না।(মায়রা)
আদিবকে সেদিন ফিরিয়ে দেয়ার পর আদিব নিজ দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমাই।
প্লেন এ বসে আদিব এই বি*ষাক্ত সৃতিচারণ করছিল।
part 1
writer karima islam keya
আমার মায়ারাজ্জের রানি
গল্পের পরবর্তী পার্ট পড়তে আমাদের পে*জটি ফ*লো করুন
0 Comments