'বউকে জরিয়ে ধরে ঘুমিয়ে ছিলাম।
এমন মুহূর্তে বউয়ের ফোন অচেনা নাম্বার থেকে কল আসতেছে। রিসিভ করা মাত্রই।
'জান আজ রাত ১১টায় সাদে দেখা করবে প্লিজজ।
তোমাকে আদর করতে ইচ্ছে হচ্ছে।
'মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেলাম।
এক আকাশ অভিমান নিয়ে বউয়ের দিকে তাকাইলাম।
কতোই না ভালোবাসা দিয়েছি। আজ সেই আমাকে
এই ভাবে ঠগালো।
'কি হলো জান নিশ্চুপ কেনো।
তোমার স্বামী কি তোমার পাশে আছে।
'কথাটি শোনা মাত্রই ফোনটি কেটে দিলাম।
কেটে দেওয়ার সঙ্গেই একটি মেসেজ আসলো।
'জান বুজতে পেরেছি তোমার স্বামী তোমার
সঙ্গে আছে। যার কারনে ফোনটি কেটে দিলা তুমি।
সমস্যা নেই আমি রাতে অপেক্ষায় থাকবো তুমি
আসিও কিন্তু।
'বুজলাম আমার বউ পরকীয়া করতেছে।
সেটাও আবার এই বাসার কোন একটি লোকের সঙ্গে।
'মনে মনে ভাবলাম যে করেই হোক আমাকে
জানতে হব কে সেই লোক। যে আমার বউয়ের সঙ্গে পরকীয়া করে।
'এর পরে ফোনটি টেবিলের উপরে রাখলাম।
বউকে কিচ্ছু বুজতে দিলাম না।
বউ ঘুম থেকে উঠে ফোনটি হাতে নেয়া মত্রই
বেশ খুশি হলো।
(চুপি সারে দেখলাম)
'অপেক্ষায় থাকলাম সেই রাত ১২টার।
বউকে নিজের হাতে ধরবো বলে।
'সারাদিন অপেক্ষার পরে রাত যখন ১১টা ৪০মিনিট এমন মুহূর্তে আমার বউ চুপিসারে কোথায় যেনো যাচ্ছ।
এইটা দেখে আমি ও চুপি সারে পিছু নিলাম।
'একটু পরেই দেখলাম আমার বউ সাদে যাচ্ছে।
আমি ও নিশ্চুপ হয়ে যাচ্ছি।
'একটু পরে সাদে আসার সঙ্গে-সঙ্গেই আমার বউ
বলো উঠোল হ্যাপি বার্ডে মি. হাসিব স্বামী আমার।
'মুহূর্তেই থমকে গেলাম।
নীলা এই সব কি বলতেছে?
'এইইই জামাই আর লুকাই থাকতে হবেনা।
এখন তো সামনে আসো।
'কথাটি শোনা মাত্রই সাদে এসে দেখি আমার
বন্ধুরা সবাই এখানে।
'ওরা আমাকে দেখা মাত্রই বললো।
কেমন লাগলো সারপ্রাইজ।
'মানে।
'আজ সকাল থেকে তোর সঙ্গে যা-যা হয়েছে সব ছিলো আমাদের প্লান। তুই শুধুমাত্র আমাদের বোকা বানাস
আমরা কী পারিনা।
'তার মানে তোরাই নীলার ফোন কল দিয়েছীলি।
যাতে আমি ফোন রিসিভ করি।
'হ্যাঁ।
'তখন আমার বউ বলে উঠলো।
আজ সারাদিন তোমাদের বন্ধু আমার সঙ্গে
কথা বলেনি।
'ঠিক তখনি সবাই বলে উঠে।
হ্যাপি বার্ডে দোস্ত। তোর সারাটি জীবন সুখের কাটুক।
আর একটু মজা করার জন্যে সরি।
'আরে না সমস্যা নেই।
কিন্তু বিশ্বাস কর সত্যি আমার মনে ছিলোনা আজকে
আমার জন্মদিন।
'তোমার মনে থাকলেও চলবে।
তোমার বউয়ের মনে থাকলেই হলো। চলো এখন কেক
কাটবা।
'হ্যাঁ চলো।
'সত্যি ভালোবাসা মাঝে ছোট্ট ছোট্ট সারপ্রাইজ গুলা পেতে সত্যি অনেক ভালো লাগে।
সেটা যদি হয় একটু ভিন্নতা।
অনুগল্পো:
0 Comments